Header Ads Widget

Responsive Advertisement

এর পর ১৭, হতাশা সাকিবেরও

 



ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়ে রেখেছেন আগেই। টি–টোয়েন্টি সিরিজ শেষে কালই যুক্তরাষ্ট্রের বিমান ধরার কথা সাকিব আল হাসানের। গায়ানা থেকে প্রায় ছয় ঘণ্টার সরাসরি ফ্লাইট। এই দীর্ঘ বিমানযাত্রা তাঁর আফসোসে পুড়তে পুড়তেই কাটার কথা—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি–টোয়েন্টিতে কেন এক ওভার বোলিং করিয়ে ১৭তম ওভার পর্যন্ত তাঁকে আর বোলিংই দিলেন না অধিনায়ক মাহমুদউল্লাহ?


ম্যাচ শেষে অধিনায়ককে সাকিব প্রশ্নটা করেছেন কি না, জানা যায়নি। জানা যায়নি সাকিবের প্রতিক্রিয়াও। তবে দলের মধ্যে এ নিয়ে ভালোই আলোচনা আছে বলে খবর। সপ্তম ওভারে বোলিংয়ে এসে সাকিব প্রথম বলেই ওডিন স্মিথকে ফিরিয়েছেন, ওই ওভারে দিয়েছেন মাত্র ৪ রান। পরের ওভারটা স্বাভাবিকভাবে তাঁরই করার কথা থাকলেও আবার বল হাতে পেতে সাকিবকে অপেক্ষা করতে হয়েছে ৯ ওভার।


অধিনায়কের এমন সিদ্ধান্তে সাকিবের হতাশার নিশ্বাসও শোনা গেছে দলের অন্দরমহলে কান পেতে। ম্যাচ শেষে কোচ রাসেল ডমিঙ্গোর কাছে এ নিয়ে হতাশা প্রকাশ করতেও নাকি দেখা গেছে সাকিবকে।




মাত্র দুই ওভার বোলিং পাওয়া নিয়ে সাকিব হতাশ বলেই ড্রেসিংরুমে কান পাতলে শোনা যায় 

মাত্র দুই ওভার বোলিং পাওয়া নিয়ে সাকিব হতাশ বলেই ড্রেসিংরুমে কান পাতলে শোনা যায় ফাইল ছবি: প্রথম আলো

মাহমুদউল্লাহরও নিশ্চয়ই একটা যুক্তি ছিল। সেটি তাঁর মুখ থেকে জানা যায়নি পরশু প্রভিডেন্স স্টেডিয়ামে তৃতীয় টি–টোয়েন্টির পর তিনি সংবাদ সম্মেলনে আসেননি বলে। চিন্তাটা অনুমান করা

Post a Comment

0 Comments